• 02:00 PM :: Thursday 29-05-2025
  • Login
আমাদের সম্পর্কে

অ্যালামনাই এসোসিয়েশনের পরিচিতি

বগুড়া জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশন আমাদের স্কুলের গৌরবময় ইতিহাসের ধারক ও বাহক। প্রাক্তন ছাত্রদের মধ্যে বন্ধন সুদৃঢ় করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস তৈরি করা এবং বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা — এ আমাদের মূল উদ্দেশ্য। আমাদের সংগঠন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অগণিত প্রাক্তন ছাত্রদের একটি প্রাণবন্ত পরিবারের রূপ দিয়েছে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

১। বগুড়া জিলা স্কুলের সকল প্রাক্তন ছাত্রের মধ্যে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি।

২। বর্তমান ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সুস্থ প্রতিযোগিতা, মন-মানসিকতার বিকাশ, বিজ্ঞানচর্চা, সাহিত্য ও সংস্কৃতিতে উৎকর্ষ সাধন।

৩। জাতীয় দুর্যোগ, বিপর্যয় ও জরুরি প্রয়োজনে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ।

৪। মেধাবী বর্তমান ছাত্রদের জন্য পুরস্কার, বৃত্তি ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ গ্রহণ।

৫। আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রদের সম্মানজনক পদ্ধতিতে সহায়তা প্রদান।

৬। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহায়তা ও পরামর্শ প্রদান।

আমাদের ভিশন

একটি শক্তিশালী ও সংহত অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলা, যা শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। প্রাক্তন ছাত্রদের অভিজ্ঞতা ও অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও সমাজকে সমৃদ্ধ করা।

"প্রজন্মের সেতুবন্ধন"

Bogra Zilla School Alumni
Get In Touch

Satmatha, Bogura, Bangladesh

01712017554, 01711001887, 01711014366

bzsaaofficial@gmail.com

Follow Us

© bzsalumni.com All rights reserved.
Coded with ❤️ by Abdul Alim Sarkar.
Inspiration: Md. Raslur Rahman - BZS 2000