• 08:25 PM :: Wednesday 28-05-2025
  • Login
সংগঠন কাঠামো

অর্গানাইজেশন গঠন

বগুড়া জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশন একটি সংগঠিত ও গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। সংগঠনের পরিচালনায় একটি কার্যনির্বাহী কমিটি দায়িত্বপ্রাপ্ত থাকে, যা সদস্যদের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়।

কার্যক্রম পরিচালনা

অ্যালামনাই এসোসিয়েশন শিক্ষা উন্নয়ন, সমাজকল্যাণ, প্রাক্তন ছাত্রদের মধ্যে সম্প্রীতি সুদৃঢ়করণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে। বার্ষিক পুনর্মিলনী, বৃত্তি প্রদান, সেমিনার ও কর্মশালাসহ নানান কার্যক্রমের মাধ্যমে সদস্য ও শিক্ষার্থীদের জন্য সেবা প্রদান করা হয়।

কার্যনির্বাহী কমিটি

🔹 সভাপতি - কে. এম. খালেদ

🔹 মহাসচিব - অধ্যাপক (ডা:) মওদুদ হোসেন আলমগীর (পাভেল)

🔹 সহ-সভাপতি - মো: শওকাতুল ইসলাম (জিন্নাহ)

🔹 সহ-সভাপতি - ডা: এ. এইচ. এম. মুশিহুর রহমান

🔹 সহ-সভাপতি - মো: রেজাউল বারী (ঈসা)

🔹 যুগ্ম-মহাসচিব - ডা: মো: আজফারুল হাবিব (রোজ)

🔹 কোষাধ্যক্ষ - ডা: মামুনুর রশিদ (মিঠু)

🔹 সাংগঠনিক সম্পাদক-১ (ঢাকা) - মো: মাকসুদুল হক (মাসুম)

🔹 সাংগঠনিক সম্পাদক-২ - মো: শেখ আখতার হোসেন (হিরু)

🔹 সাংগঠনিক সম্পাদক-৩ - ডা: সামির হোসেন (মিশু)

🔹 আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক - সৈয়দ দিদারুল আলম (ডেনিস)

🔹 শিক্ষা বিষয়ক সম্পাদক - মো: রেজাউল হাসান (রানু)

🔹 গবেষণা সম্পাদক - [শূন্য]

🔹 সমাজকল্যাণ সম্পাদক - চিশতি রেজাউর রহমান (ঠান্ডু)

🔹 সাংস্কৃতিক সম্পাদক - তৌফিক হাসান (ময়না)

🔹 সহ-সাংস্কৃতিক সম্পাদক - মো: রাজিত আলম (পুলক)

🔹 দপ্তর সম্পাদক - মো: রকিবুল হক খান (রতন)

🔹 সহ-দপ্তর সম্পাদক - মীর শহিদুল ইসলাম (মিলন)

🔹 ক্রীড়া সম্পাদক - মো: জামিলুর রহমান (জামিল)

🔹 সহ-ক্রীড়া সম্পাদক - মো: মিল্লাত হোসেন (সুমন)

🔹 তথ্য ও যোগাযোগ সম্পাদক - আসাফ উদ্দৌলা (ডিউক)

🔹 সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক - রুবাইয়াত হোসেন রোমেল

🔹 প্রচার ও প্রকাশনা সম্পাদক - মো: শফিকুল ইসলাম (বিপুল)

🔹 সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক - এ. কে. এম. লতিফুল কবির (ইমন)

🔹 অনুষ্ঠান বিষয়ক সম্পাদক - মাহফুজুর রহমান (রাজু)

🔹 সহ-অনুষ্ঠান বিষয়ক সম্পাদক - মো: রাসেলুর রহমান

🔹 কার্যনির্বাহী সদস্য - [শূন্য]

🔹 কার্যনির্বাহী সদস্য - [শূন্য]

Bogra Zilla School Alumni
Get In Touch

Satmatha, Bogura, Bangladesh

01712017554, 01711001887, 01711014366

bzsaaofficial@gmail.com

Follow Us

© bzsalumni.com. সর্বস্বত্ সরক্ষিত। কোডিং আবদল আলীম সরকর
সায়ায়: মোঃ রাসলুর রহমান - BZS 2000